শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

  • আপডেট টাইম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দিনব্যাপী নন-গ্রুপ কৃষক-কৃষাণীদেরকে নিয়ে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প” এর আওতায় উচ্চ মূল্য ফসল উৎপাদন, ব্যবসা ভিত্তিক কৃষি, মসলা চাষ প্রযুক্তি ও আধুনিক ধান চাষ প্রযুক্তির দিনব্যাপী নন-গ্রুপ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ২২ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ১নং কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য এবং শেসন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা এর সরেজমিন উইং এর পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য এবং শেসন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন, উপজলো কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর অতিরিক্ত উপপরিচালক মোঃ বনি আমিন খান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন- বর্তমান কৃষিতে এ প্রকল্পটি উৎপাদনশীলতা বৃদ্ধি সাথে সাথে পতিত জমিকে ফসলের আওতায় আনবে। পাশাপাশি বর্তমান কৃষিকে ব্যবসা হিসাবে নিতে হবে। কৃষিতে অধিক লাভবান হতে হলে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে। নিরাপদ ও পুষ্টিকর ফসল উৎপাদনে অধিক আগ্রহী হবে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ফসল চাষে আধুনিক জাত ও উৎপাদন কলা-কৌশল, শাক সবজি চাষ, মাটি ব্যবস্থাপনা এবং ফসলের নিবিড়তা বৃদ্ধির কলা-কৌশল বিষয়ক প্রশিক্ষণে আলোকপাত করেন। এছাড়াও প্রশিক্ষণে ধানের বিভিন্ন জাতের চাষ পদ্ধতি, পারিবারিক পুষ্টি বাগান, জমিতে সার প্রয়োগ পদ্ধতিসহ বিভিন্নি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষকদের উদ্দেশ্যে বক্তারা আরোও বলেন কৃষি ও কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। এজন্য কৃষকের উন্নয়নে কৃষিক্ষেত্রে ব্যাপক সহায়তা দেয়া হচ্ছে। টেকসই কৃষি উন্নয়নের জন্য কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষির বহুমুখীকরণের মাধ্যমেই কৃষির উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার দেশে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরির্বতন এনেছেন। সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের হাতে তুলে দিচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com