স্টাফ রিপোর্টার ॥ আগামি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আজমিরীগঞ্জ বাজারে ব্যাপক গনসংযোগ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জননন্দিত নেতা আলাউদ্দিন মিয়া। এসময় বাজারে উৎসবমুখর অবস্থায় ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে গনসংযোগে অংশগ্রহন করেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়ার গনসংযোগকালে উপস্থিত ছিলেন- রৌশন আলী, জাহাংগির মিয়া, প্রদীপ কুমার রায়, আব্দুল মজিদ, স্বাধীন মিয়া, এড. সেলিম মিয়া, আনোয়ার হোসাইন মুন্না, সস্তির মিয়া, ধলাই মিয়া, জসিম মেম্বার, বাবুগরমহন রায়, শাহ জাহান, উমর আলী, সামু মিয়া, সমিজুর মিয়া, মঈন উদ্দিন, পশর আলী, অসিম রায়, মনরঞ্জন রায়, পরেশ দাস, বাবুল দাশ, রাজকুমার দাস, রনজিৎ দাস, উত্তম রায়, সুসান্ত দাস, অরুপ রায়, অজয় রায়, বিজেন রায়, সন্তোস রায়, জালাল মিয়া, ফাহিম শাহরিয়ার, গালিব, নিয়াজ আহমেদ প্রমুখ।