বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের শহরে স্কুলছাত্র হত্যার ঘটনায় সাজু মিয়ার ৩ দিনের রিমান্ড নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন স্থগিত সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ লাখাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের নির্যাতনের শিক্ষার এক স্কুল শিক্ষক আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারের রাস্তা বেহাল দশা বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি’র পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক নবীগঞ্জে সেনা-পুলিশের কঠোর অবস্থানে বন্ধ জরুরি পরিষেবা, ওষুধের সংকটে বিপাকে রোগীরা নবীগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরা পথে নির্যাতনের অভিযোগ ! পাইকপাড়ায় ভাই বোন অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩ ডিসি অফিসের গেইটের সামনে যুবলীগ কর্মীকে মারপিট ॥ পুলিশে সোপর্দ

চুনারুঘাটের স্বপ্ন পূরণের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ-ব্যরিস্টার সুমন এমপি

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, চুনারুঘাটের স্বপ্ন পূরণের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। এ ব্যাপারে কারো কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। আমার নাম ভাঙ্গিয়ে কেহ অনিয়ম-দুর্নীতি করলে আটকে রাখার প্রতিশ্রুতিও দেন সংসদ সদস্য।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হাসপাতাল ব্যবস্থানা কমিটি কর্তৃক আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্সে সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসার মান উন্নয়নের লক্ষ্যে ৫০ শয্যা হাসপাতাল সভাকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার মোজাম্মেল হোসেনের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ডাঃ ফাতেমা হক, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধরণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত জনসাধারণ স্বাস্থ্য কমপ্লেক্স এর জনদুর্ভোগ ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরলে ব্যারিস্টার সুমন বলেন, আপনি কে কি? এ বিবেচনায় ক্ষমতাবান হবেন না। ক্ষমতা হবে সেবার গুরুত্বের বিবেচনায়, আমি যতদিন এমপি আছি ততদিন দুর্বলের সাথে থাকব এবং নির্যাতিত নিপীড়িত মানুষের এমপি হিসাবে বাকি জীবন কাটাব। পরে তিনি হাসপাতালে ৫০টি কম্বল বিতরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসন ও তাদের বিভিন্ন সমস্য উত্থাপন করেন। এসময় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com