সোমবার, ১৩ মে ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

টিআর কর্মসূচির চেক বিতরণে এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচির আওতায় ৮২টি প্রকল্পে ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গত দু’দিনে পৃথক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব চেক বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল দুপুরে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রণাবেন (টিআর) নির্বাচনী এলাকাভিত্তিক ২য় পর্যায়ের ১৩টি প্রকল্পে ৮ লাখ টাকার চেক বিতরণ করেন। এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬৯টি প্রকল্পে আরও ৪৫ লাখ টাকার চেক বিতরণ করেছিলেন। গতকাল চেক বিতরণ অনুষ্ঠান শেষে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান উপদেষ্টার বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা।
আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মেয়র এমএফ আহমেদ অলি, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে টিআর কর্মসূচির মাধ্যমে পাওয়া সরকারি অর্থ সকল উন্নয়ন প্রকল্পে যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া দেশবাসীকে আরেকটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এর আগে এমপি আবু জাহির উপজেলা প্রশাসন ভবনের সামনে পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চতুর্থবার নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদের পক্ষেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সংসদ সদস্য এর আগে শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে কলেজে আয়োজিত বিজ্ঞান ও হস্তশিল্প মেলা পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com