শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বানিয়াচঙ্গে স্বামীর মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় স্ত্রীর মৃত্যু শহরের খোয়াই হসপিটাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু, আটক ২ নবীগঞ্জের কাজীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপক দাশ ও শিক্ষিকা রত্না দাশকে বিদায় সংবর্ধনা ৪০টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণকালে জি কে গউছ ॥ রাষ্ট্র ক্ষমতায় না থেকেও বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত গুলিবিদ্ধ বিএনপি নেতাকে লন্ডন মহানগর যুবদলের সহায়তা হবিগঞ্জে গণধর্ষণ মামলার আসামী চোরাই মোটরসাইকেলসহ আটক হবিগঞ্জে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন আহত মরহুম এডভোকেট আব্দুল হাই’র মাতা জুবেদা খাতুনের ইন্তেকাল

নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বড় ভাকৈর পশ্চিম ও বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বিভিন্ন বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। গতকাল রবিবার বিকেলে ও সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর, বাল্লারহাট বাজারসহ বিভিন্ন বাজার ও বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের কাজিরবাজার, নতুন বাজার, রামপুর, আমড়াখাইর, হরিনগরসহ বিভিন্ন বাজারে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। পরে পৃথক পৃথকস্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, আব্দুল বারিক রনি, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোর্শেদ আহমদ, বাবু স্মিতু ভুষন দাশ, মাওলানা শোয়েব আহমদ, এনাম উদ্দিন, পৌর বিএনপি নেতা ইসলাম উদ্দিন, পৌর শ্রমিকদল নেতা মাহমুদ চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মুশাহিদ আহমদ, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনছুর মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, শাজিদূর রহমান, দুলাল মিয়া, জাকির হোসেন, বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা চুনু মিয়া, আব্দুল আলী, মিন্নত মেম্বার, জাহিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিদুল তালুকদার, যুবদল নেতা শেখ শিপন, আল আমিন, আরজু মেম্বার, আরিয়ান,সুহান,আব্দুল আহাদ প্রমুখ। পথসভায় বক্তারা বলেন- উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছে তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে, উপজেলা নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই। তাই সর্বসাধারণকে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com