নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বড় ভাকৈর পশ্চিম ও বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বিভিন্ন বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। গতকাল রবিবার বিকেলে ও সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর, বাল্লারহাট বাজারসহ বিভিন্ন বাজার ও বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের কাজিরবাজার, নতুন বাজার, রামপুর, আমড়াখাইর, হরিনগরসহ বিভিন্ন বাজারে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। পরে পৃথক পৃথকস্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, আব্দুল বারিক রনি, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোর্শেদ আহমদ, বাবু স্মিতু ভুষন দাশ, মাওলানা শোয়েব আহমদ, এনাম উদ্দিন, পৌর বিএনপি নেতা ইসলাম উদ্দিন, পৌর শ্রমিকদল নেতা মাহমুদ চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মুশাহিদ আহমদ, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনছুর মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, শাজিদূর রহমান, দুলাল মিয়া, জাকির হোসেন, বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা চুনু মিয়া, আব্দুল আলী, মিন্নত মেম্বার, জাহিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিদুল তালুকদার, যুবদল নেতা শেখ শিপন, আল আমিন, আরজু মেম্বার, আরিয়ান,সুহান,আব্দুল আহাদ প্রমুখ। পথসভায় বক্তারা বলেন- উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছে তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে, উপজেলা নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই। তাই সর্বসাধারণকে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানান তারা।