রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৩ জন শিক্ষকের মধ্যে ১৯ জনের নিয়োগই অবৈধ বলে অভিযোগ লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছে হবিগঞ্জের সমতা খাতুন জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ তাপদাহের পর হবিগঞ্জে বৃষ্টি খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপির গণদোয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করি না-সৈয়দ মোঃ শাহজাহান হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সমন্বয়ক কমিটির সমাবেশ লাখাইয়ে দলিল লেখকের মরদেহ উদ্ধারের ঘটনায় মা-ছেলে-মেয়েসহ গ্রেফতার ৪ ॥ নারী সংক্রান্ত ঘটনার জের ধরে নয়নকে হত্যা করা হয় নবীগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে ১ নারী নিহত

বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারী নিউইয়র্কের জ্যাকসন হাইটস পালকি সেন্টারে এ অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বৃন্দাবন কলেজের বিপুল সংখ্যক সাবেক ছাত্র/ছাত্রী ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন। তাদের পদচারণায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। সংগঠনের বিদায়ী সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি-এর সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এম আহমেদ ফয়সল এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক গত দুই বছরের কার্যক্রম এর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জের কৃতি সন্তান অভিজ্ঞ সুপ্রীম কোর্টের এটর্নী মঈন চৌধুরী। আরও বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠানের আহবায়ক এবং সভাপতি মন্ডলীর সদস্য শাহ্ মোঃ সাদেক, সদস্য সচিব সোহাগ আফছার, সভাপতি মন্ডলীর সদস্য মোঃ সফি উদ্দিন তালুকদার, মোঃ ফরিদ উদ্দিন, প্রফেসর আব্দুর রহমান, সৈয়দ জিয়াউল হাসান আসাদ। বক্তব্য রাখেন, কলেজের প্রাক্তন ছাত্র মোঃ নাজিম উদ্দিন, আহমুদুল কবীর বারো ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন বৃটেন থেকে আগত চুনারুঘাট ডেভেলপমেন্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ফরহাদ হাসান, উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু নারায়ন দেব রায়, এডভোকেট মোঃ নাছির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আলমগীর মিয়া, নির্বাচন কমিশনার ইব্রাহীম খলিল বারোভূইয়া, নির্বাচন কমিশনার মিয়া মোঃ আছকির। নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আলমগীর মিয়া এবং সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান এটর্নী মঈন চৌধুরী। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মেহা। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাবু নারায়ন দেব রায়, এডভোকেট মোঃ নাছির উদ্দিন, শাহ মোঃ সাদেক, মোঃ শফি উদ্দিন তালুকদার, মোঃ ফরিদ উদ্দিন, প্রফেসর আব্দুর রহমান, মোঃ নাজিম উদ্দিন, সৈয়দ জিয়াউল হাসান আসাদ, মোঃ আব্দুল ওয়াহেদ, সোহাগ আফছার, এডভোকেট আব্দুর রহিম শেখ, মাসুম আবেদিন, আবুল কালাম আজাদ, শেখ মোস্তফা কামাল, আশুপ্তা খানম (রাখি), রবিউল আলম দোলক, রান্টু মোদক, ইব্রাহীম খলিল বারোভূইয়া, মোঃ আলমগীর মিয়া, মিয়া মোঃ আছকির, মোঃ আবুল কালাম। সভাপতির বক্তব্যে আবু সাঈদ চৌধুরী কুটি নতুন সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বিদায়ী সভাপতির বক্তব্য শেষ করেন। আগত সবাইকে নৈশভোজের আপ্যায়ন করা হয়। সংগঠনের নতুন সভাপতি জায়েদুল মোহিত খান ও সাধারণ সম্পাদক সুকান্ত দাশ হরে এর সমাপনি বক্তব্যের মাধ্যমে অত্যান্ত আনন্দময় পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৩-২০২৫) এর নেতৃবৃন্দরা হলেন, সভাপতি জায়েদুল মুহিত খান, সভাপতি মন্ডলীর সদস্য শাহ মোঃ সাদেক, মোঃ শফি উদ্দিন তালুকদার, মোঃ ফরিদ উদ্দিন, প্রফেসর আব্দুর রহমান, মোঃ গাফফার আহম্মেদ চৌধুরী, বিষ্ণুপদ সরকার, আশিকুজ্জামান খান (লিটন), দেওয়ান মোতাচ্ছির মঞ্জু, শিশির চন্দ্র বনিক, সৈয়দ জিয়াউল হাসান আসাদ ও মোঃ আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক সুকান্ত দাশ হরে, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ আফছার ও এডভোকেট আব্দুর রহিম শেখ, সাংগঠনিক সম্পাদক মাসুম আবেদিন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ (টিপু), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক নোবেল আমিন, মহিলা সম্পাদিকা আশুপ্তা খানম (রাখি), ক্রীড়া সম্পাদক তুহিন তালুকদার, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক রবিউল আলম দোলক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রান্টু মোদক, সম্মানীত সদস্যবৃন্দরা হলেন, ইব্রাহীম খলিল বারোভূইয়া, মোঃ আলমগীর মিয়া, মিয়া মোঃ আছকির, মোঃ শামছুল আলম (শামীম), আবু সাঈদ চৌধুরী কুটি, এম আহমেদ ফয়সল, শামীম চৌধুরী ও মোহাম্মদ আবুল কালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com