স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, যান্ত্রিক ও শ্রমবিমুখ সংস্কৃতি টেকসই উন্নয়নের অন্তরায়। আমাদের তরুণ প্রজন্মকে এ ধারা থেকে বের হতে হবে। অর্থনৈতিক উন্নয়ন আমাদের সমৃদ্ধি দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লব আমাদের জীবনকে গতিশীল করেছে। আবার অনেকে সেই পরিবর্তিত জীবনধারায় ক্রমশ যান্ত্রিক ও শ্রমবিমুখ হয়ে পড়েছেন। খেলাধুলা আমাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটিয়ে যান্ত্রিকতা ও শ্রমবিমুখতা থেকে দূরে রাখে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা বিশাল ক্যাম্পাস ও এখানকার কেন্দ্রীয় খেলার মাঠ শিক্ষার্থীদের মন ও মনন সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বছরব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের যান্ত্রিকতা থেকে দূরে রাখছে। গতকাল ৯ আগস্ট বুধবার বিকেল ৪ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে এমইউ স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ সব কথা বলেন।
এমইউ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মাহদি হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার ও এমইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্ঠা তারেক ইসলাম, প্রমূখ। ভাইস চ্যান্সেলর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই এমইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে ১৬ টি গেমস নিয়ে শুরু হয়েছিল এবারের এমইউ ইনডোর গেমস সিজন ১২। যেখানে ৮শরও এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।