সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

নাগরিক বিদায় সম্মাননা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ জেলা প্রশাসক ইশরাত জাহান জনবান্ধব কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান হবিগঞ্জের মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবেন তার কাজের মধ্যে দিয়ে। তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইশরাত জাহান যে বীর মুক্তিযোদ্ধার সন্তান তিনি তা তার কাজের মধ্য দিয়ে স্বাক্ষর রেখেছেন।
-হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে দেয়া নাগরিক বিদায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এসব কথা বলেন।
তিনি বলেন, হবিগঞ্জ পৌরসভা ডাম্পিং স্টেশন বাস্তবায়নে ইশরাত জাহান অগ্রণী ভূমিকা পালন না করলে হয়তো হবিগঞ্জবাসীকে ডাম্পিং এর যন্ত্রণা আরও ভোগ করতে হত। তাকে সম্মাননা দিয়ে হবিগঞ্জ পৌরসভা সঠিক কাজটিই করেছে।
গতকাল সোমবার রাত ৮টায় হবিগঞ্জ পৌর টাউন হলে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক বিদায় সম্মাননা অনুষ্ঠিত হয়।
বিদায়ী অতিথি ইশরাত জাহান বলেন, হবিগঞ্জে প্রায় আড়াই বছর কাজ করার সময় সর্বক্ষেত্রে হবিগঞ্জবাসীর সহযোগিতা পেয়েছি। এ জন্যই ঈদ, বন্যা, কোভিড সব সময়ই হবিগঞ্জে অবস্থান করেছি। হবিগঞ্জের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমার হবিগঞ্জের জন্য কাজ করার সুযোগ থাকবে। হবিগঞ্জের জন্য আমার আলাদা মমতা থাকবে। সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এবং মেয়র আতাউর রহমান সেলিম সহ এখানের জনপ্রতিনিধিরা দেশকে গড়ে তুলতে একযোগে কাজ করে যাচ্ছে। ডাম্পিং স্টেশন বাস্তবায়ন সকলের ঐকান্তিক সহযোগিতাই করা সম্ভব হয়েছে। সভাপতি’র বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ইশরাত জাহান হবিগঞ্জ পৌরবাসীর জন্য যে সহযোগিতা করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিক্তি জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, বানিয়াচং উজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, হবিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ পূন্যব্রত চৌধুরী বিভূ, বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী, স্বাচিপ হবিগঞ্জ সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দু জাহের, বিশিষ্ট সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ চেম্বার সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, বস্ত্র মালিক সমিতির সভাপতি শংকর দাশ প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। পৌর কাউন্সিলাদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ্ সালাউদ্দিন আহম্মেদ টিটু, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল, শেখ সুমা জামান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com