বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

হবিগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের পক্ষের এক প্রগতিশীল দৈনিক যায়যায়দিন; সাপ্তাহিক থাকাকালীন আশির দশকে এ পত্রিকা ঘিরে ছিল তারুণ্যের উন্মাদনা। দায়িত্বশীল ও মানসম্মত সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি আজও তার সুনাম ধরে রেখেছে। গতকাল মঙ্গলবার যায়যায়দিনের ১৮তম বর্ষপূর্তির দিনে হবিগঞ্জ প্রেসক্লাবে সুধী সমাবেশে সিলেট মেট্রেপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সুধী সমাবেশে স্মার্ট প্রযুক্তির ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের চলমান প্রক্রিয়া অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরেন উপাচার্য। বিশাল পরিবর্তনের এ সময়ে সরকার দেশের উন্নয়ন-অগ্রগতির জন্যে যে সকল কৌশল অবলম্বন করছে; তার দিকে নজর রেখে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকায় থাকা জরুরী বলে মন্তব্য করেছেন তিনি। ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ নানা উন্নয়নের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানকার শিল্পাঞ্চল হবিগঞ্জকে আরও আলোকিত করেছে। এসব কারণে এখানে মানুষের চাপও বেড়েছে। তাই হবিগঞ্জের উন্নয়নে দুরদর্শী সুপরিকল্পনা প্রয়োজন। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী এবং যায়যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নূরুল হক কবির এ অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, সাবেক সরকারি কর্মকর্তা সাংবাদিক ও লেখক কৃষিবীদ বীরেন্দ্র লাল রায়, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ, ডা. মিঠুন রায়, জে, কে, এন্ড এইচ কে হাই স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমুখ। এছাড়াও হবিগঞ্জের জৈষ্ঠ্য সাংবাদিকসহ শতাধিক গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ’ মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী জন্মদিন উদযাপন করেন। এর আগে সকল অতিথিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ শাবান মিয়া, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, চৌধুরী মোহাম্মদ মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমদ খান, এখলাছুর রহমান খোকন, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সামছুল হুদা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন, আব্দুল হালিম, সাংবাদিক টিপু চৌধুরী, মুজিবুর রহমান, শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, আশরাফুল ইসলাম কোহিনুর, আনিসুজ্জামান চৌধুরী রতন, ফয়সল চৌধুরী, শ্রীকান্ত গোপ, আব্দুর রউফ সেলিম, জাকারিয়া চৌধুরী, মোঃ কাউছার আহমেদ, সাইফ আহছান, এমএ হাকিম, কাজল সরকার, এমএ আজিজ সেলিম, সাইফুর রহমান তারেক, এমএ আর শায়েল, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সহিবুর রহমান, জুয়েল চৌধুরী, সৈয়দ মিজান ইব্রাহিম, মোহাম্মদ নায়েব হোসাইন, আখলাছ আহমেদ প্রিয়, আমীর হামজা, নিরঞ্জন গোস্বামী শুভ, কেএম ওয়াহাব নঈমী, সালাম চৌধুরী, জসিম উদ্দিন, মোঃ সালেক মিয়া, নজরুল ইসলাম, এম সজলু, এইচ এম হেলিম, শাওন খান, জাহেদ আলী মামুন, শিক্ষক সারোয়ার পরাগ, শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী মুহতামিম কবির, মোঃ হাসান, ফয়সল হাবীব, সায়েম হাছান, জুলকার নাইন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com