স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রফেশন্যাল ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও ল্যাংগুয়েজ ট্রেনিং কোর্সের ৩য় ব্যাচের জন্য শিক্ষার্থীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে এবং বিএসএস আইটি স্কুলের সহযোগিতায় এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাছাই পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন, বিএসএস আইটি স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রোগ্রামের প্রধান প্রশিক্ষক জালাল শামীম সাকি, ব্যবসায়ী ও হবিগঞ্জ জেলার প্রথম আইটি উদ্যোক্তা সাইফুদ্দিন জাবেদ, এডিলাক এর প্রতিষ্ঠাতা সদস্য তানভীর আহমেদ, গ্রাফিক্স ডিজাইনার ফ্রিল্যান্সার এবং প্রোগ্রামের গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক শাম্মী আক্তার, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সুস্মিতা সরকার মুক্তা এবং বিএসএস আইটি স্কুলের সদস্যবৃন্দ। হবিগঞ্জ জেলার ৫০০ জন পরীক্ষার্থী এই বাছাই পরীক্ষা অংশগ্রহণ করেছেন। অংশগ্রহনকারীদের মাঝে ৮০ জন নির্বাচিত হবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।