সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ মহান স্বাধীনতা দিবস বানিয়াচংয়ে খালার জানাযা শেষে ফেরার পথে দুর্ঘটনায় দুই ভাই নিহত বানিয়াচঙ্গের ইকরামে সুদের টাকার জন্য বন্ধুকে হত্যা ॥ লাশ গুম করতে গিয়ে জনতার হাতে ঘাতক আটক হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মাওঃ আনোয়ার আলী আর নেই জেলা প্রশাসনের সভায় এমপি আবু জাহির ॥ ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালানো হয় ২৫ শে মার্চ খোশ আমদেদ মাহে রমজান নবীগঞ্জের দাউদপুর ও দরবেশপুর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ॥ আহত ১৫ শায়েস্তাগঞ্জ রেল ষ্টেশনে “ইশাত খান লাভ ফর হিউমিনিটি”র উদ্যোগে ইফতার বিতরণ জাপানে মেডিকেল সাইন্সে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন ডাঃ সিঁথি পৌরসভার বড় ড্রেন পরিস্কারে গিয়ে দেবে গেছে এক্সকেভেটর ॥ পরিদর্শন করলেন মেয়র

প্রশাসনের অনুরোধ ও সুষ্টু বিচারের আশ্বাসে ৪ রুটের সিএনজি ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রশাসনের অনুরোধ ও সুষ্টু বিচারের আশ্বাসে ৪ রুটের সিএনজি ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৪ উপজেলার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার একটি শালিসে বানিয়াচং সিএনজি শ্রমিক নেতা সবুজসহ কয়েক জন শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে শুক্রবার ভোর থেকে হবিগঞ্জ থেকে বানিয়াচং, হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ, বানিয়াচং থেকে আজমিরীগঞ্জ, আজমিরীগঞ্জ থেকে বানিয়াচং ও বানিয়াচং থেকে নবীগঞ্জ এবং হবিগঞ্জ থেকে দক্ষিণ বানিয়াচং (ইকরাম) সড়কে ধর্মঘটের ডাক দেয় ৪ উপজেলা (হবিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ) সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সিএনজি অটোরিক্সা ছাড়াও অন্যান্য যানবাহন শ্রমিকদের ধর্মঘট পালনের অনুরোধ জানায় সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। এরই ধারাবহিকতায় গতকাল শুক্রবার ভোর থেকে সব ধরনের পরিবহন ধর্মঘটে সারা দিন প্রায় অচল হয়ে যায় এই ৪টি রুট, যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
জনদুর্ভোগের বিষয়টি নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করাতে শ্রমিক মালিক নেতৃবৃন্দের সাথে গতকাল শুক্রবার বিকেলে বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপি পরিষদ কমপ্লেক্সে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এবং ৪ উপজেলার মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
সভায় জনগণের দুর্ভোগের বিষয় বিবেচনায় নিয়ে এবং শ্রমিক নেতাদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ৪ উপজেলার মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
এ বিষয়ে ৪ উপজেলা সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি হাবিবুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার, বানিয়াচং থানার ওসি ও বানিয়াচং ৪ ইউপি চেয়ারম্যান শ্রমিক নেতাদের উপর হামলার বিষয়টি তদন্ত সাপেক্ষে সুষ্টু বিচার করবেন বলে আমাদের কথা দিয়েছেন। তাই সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা ভেবে আমরা শুক্রবার সন্ধা ৬টা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com