মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে রবি ২০২২-২৩ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক ইশরাত জাহান এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তারসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক কৃষিক্ষেত্রে আধুনিকায়নের ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে জানান। উদ্বোধন শেষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও জেলা প্রশাসক সদর উপজেলার পইল ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com