বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে সুষ্টভাবে প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্টিত পরীক্ষার্থী ১ হাজার ৪শ ৫৮

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রাইমারী স্কুল পর্যায়ের মেধা বৃত্তি ২০২২ পরীক্ষা গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০-১২টা পর্যন্ত নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে। এ পরিক্ষায় উপজেলার সবকটি প্রাইমারি স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের মোট ১ হাজার ৪ শত ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ৫ শত ৯০ জন বালক এবং ৮ শত ৬৮ জন বালিকা। এ বছরে সবকটি বিষয়ের উপর ১০০ নম্বরের পরীক্ষায় কুয়াশাছন্ন পরিস্থিতি উপেক্ষা করেও সকল শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরীক্ষায় ২৬ জন বালক এবং ২১ জন বালিকা অনুপস্থিত ছিল। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, কেন্দ্র সচিব নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সফর আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলামসহ অন্যান্য নের্তৃবৃন্দ। করোনাকালিন সময় অতিক্রম করে দীর্ঘ ২ বছর পর প্রাথমিক পর্যায়ের সর্বোচ্চ প্রতিযোগিতা মুলক এ বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সাথে প্রতিটি স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্যনীয় ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com