বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এসএসসি ৯৫ ব্যাচ সিলেট ডিভিশনের উদ্যোগে বন্যা দুর্গত ৩০ পরিবারকে ২ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি ৯৫ ব্যাচ সিলেট ডিভিশনের উদ্যোগে বন্যা দুর্গত ৩০টি পরিবারকে ৮ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) শৈলেন চাকমা। এসএসসি ৯৫ ব্যাচ সিলেট ডিভিশনের প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি শামসুল হুদা। এসএসসি ৯৫ ব্যাচের মডারেটর এডভোকেট এম এ মজিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯৫ ব্যাচ সদস্য হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহ সালাহ উদ্দিন টিটু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী মঈনুল হাসান রতন, চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী এইচএম মাসুক, মাসুক চৌধুরী, বানিয়াচং এর এরশাদ ফজলে খোদা লিটন, সোহেল বিসি, পিনাক, সাংবাদিক আশরাফুল ইসলাম কহিনুর প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে শৈলেন চাকমা বলেন, ১৯৯৫ সালে এসএসসি পাশ করা মানবতাবাদী মানুষগুলো মানুষের মনে স্থান করে নিয়েছে। প্রত্যেককে ৮ হাজার টাকা করে সহায়তা করা ছোট কোনো বিষয় নয়। সেই টাকা দিয়ে ক্ষতিগ্রস্থ মানুষগুলো একটা কিছু করতে পারবে। বন্যা দুর্গতদের আমি নিজে দেখে এসেছি, তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি, এভাবে বেশির ভাগ মানুষ যদি তাদের পাশে না দাড়াতো তাহলে একটা বিপর্যয় দেখা দিত। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এসএসসি ৯৫ ব্যাচের মতো প্রত্যেক বছরে এসএসসি পাশ করা ছাত্রদের সংগঠন থাকা উচিত। তারা যে উদাহরন তৈরী করেছে তাতে মানুষ উৎসাহিত হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি শামসুল হুদা বলেছেন, ভাল বন্ধু নির্বাচন করা পবিত্র কোরআনের নির্দেশ। যারা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকে, সহায়তা প্রদান করে, তাদেরকে একবাক্যে ভাল বলা যায়। অনেক সময় আমরা দেখি অল্প দান করা হয় কিন্তু বিশাল আয়োজন করা হয়, এসএসসি ৯৫ ব্যাচ এর ব্যতিক্রম। ৯৫ ব্যাচ এর এডমিন সিরাজুল ইসলাম বাচ্চু বলেন, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা অসহায়, চিকিৎসা ব্যয় মেটাতে পারছে না, আমরা তাদের পাশে থাকি। একই সাথে যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও আমরা পাশে থাকি। ৯৫ ব্যাচ একটি ফ্লাটফর্ম যেখানে দেশ বিদেশের অনেক বন্ধু রয়েছে। আমরা বন্ধুরা মিলে সব সময় ভাল কিছু করতে চাই। অনুষ্ঠানে ৯৫ ব্যাচ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com