বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

শায়েস্তাগঞ্জে পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ-জি কে গউছ

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি.কে গউছ বলেছেন, এদেশের মানুষ অনির্বাচিত সরকার শেখ হাসিনাকে একমুহুর্তের জন্য আর ক্ষমতায় দেখতে চায় না। এটা গণদাবী ও জনগণের ভিতরের কথা। কারণ, শেখ হাসিনা যেভাবে কথা বলেন যেনো উনি রাষ্ট্রের মালিক আর জনগণ রাষ্ট্রের চাকর একজন রাষ্ট্রপ্রধানের এমন কথা দেশের মানুষ আশা করেনা।
গতকাল শনিবার (২০আগষ্ট) বিকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জি কে গউছ বলেন, আমরা ঘরে থাকলেও আসামী বাইরে বের হলেও আসামী। আমরা জেল কেটেছি আরো জেল কাটবো, মুক্ত হয়ে জনগণের পাশে ছুটে আসবো। প্রশাসনকে অনুরোধ করব কাউকে খুশি করার জন্য নিজেদের কলঙ্ক ডেকে আনবেন না। এতদিন মানুষ ভয়ে চুপ করেছিল, এখন মানুষ কথা বলতে শুরু করেছে। তিনি আরো বলেন, আল্লাহ সর্বশক্তিমান। পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহই রক্ষা করবেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়ক ক্ষমতা লঙ্গন করেছেন আল্লাহ কিন্তু কাউকে ছেড়ে দেননি। শেখ হাসিনার এমপি মন্ত্রীরা দিশেহারা হয়ে পড়েছেন। তাদের মুখে যা আসছে তাই বলছেন, বাস্তবে কোন মিল নেই।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও পৌর বিএনপি নেতা নুরুল হোসেন বাচ্চু পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পদাক মিজানুর রহমান শাকিম, জেলা যুবদলের সহসভাপতি পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাওছার, আব্দুল কাইয়ূম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুমন, পৌর কাউন্সিলর মাসুক মিয়া, বিএনপি নেতা সাবেক কমিশনার আব্দুল আহাদ, মোঃ ইলিয়াছ মিয়া, হারুনুর রশিদ, দিলু মিয়া তালুকদার, শাহজাহান মুরুব্বি, আব্দুল মন্নান বাবুল মেম্বার, আকবর আলী, মোঃ তারা মিয়া, জিতু মিয়া মেম্বার, খসরু মিয়া, মুখলিছ মিয়া, হাবিব তালুকদার, মহিবুর রহমান এরশাদ, রায়হান মিয়া, আব্দুল ওয়াদুদ, মাসুম আহমেদ, আব্দুল হান্নান মিয়া, আফিকুল মিয়া, ফুল মিয়া, তৌহিদ মিয়া, আব্দুস শহিদ, চান মিয়া, আছকির মিয়া, নতুন ব্রীজ সাংগঠনিক থানা যুবদলের আহ্বায়ক এমদাদুল হক মিলন, সদস্য সচিব মোঃ অনু মিয়া, মোঃ আরব আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুশন আলী, অলিউর রহমান অলি, মোঃ ইমান উদ্দিন, মনিরুল হক রানা, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হোসেন শান্টু, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, শামিম আহমেদ নাছির, হাফেজ বাবুল আহমেদ, মোঃ আব্দুর রউফ, শামিম আহমেদ শামিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সদস্য কামরুজ্জামান মিলন, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফজর আলী, যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া, জেলা ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদুর রহমান শাওন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শোভন, যুবদল নেতা খোকন চৌধুরী, ইসমাইম মিয়া, মিজান মিয়া, বিজয়, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম জিসান, বিলাল, শিফাত, জীবন, উজ্জল, রুবেল, বেলু, তানিন প্রমুখ। বক্তারা আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন বলে শপথ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com