মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট আঞ্চলিক শিক্ষাশিবির অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ শ্রমআইন, শ্রমনীতি ও শ্রম অধিকারের ভিত্তিতে সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে শ্রমিক শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিক আন্দোলনের সঠিক দৃষ্টিভঙ্গি ও শ্রমআ আইন, শ্রম নীতি, শ্রম অধিকার বিষয় নিয়ে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশ সিলেট আঞ্চলিক (সিলেট,হবিগঞ্জ,মৌলভী বাজার) শিক্ষাশিবির আজ ২৩ জুলাই শনিবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দিন ব্যাপী হবিগঞ্জ সুরবিতান ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার আহবায়ক মুখলেছুর রহমানের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলার আবায়ক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড আ ক ম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড উজ্জল রায়। এছাড়া আলোচনায় আরো অংশ গ্রহন করেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ূন রশিদ সুয়েব, শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সদস্য সচিব প্রসেনজিৎ রুদ্র, কৃষক নেতা জাফর আলী, ফারুক মিয়া, শ্রমিক ফেডারেশন নেতা ধনু চা শ্রমিক নেতা ময়না রবিদাস, উজ্জলা পাইনকা, জিতু সেন, আরব আলী, পঙ্কজ দাস, গনি মিয়া, আব্দুল মজিদ, আব্দুল জব্বার, দাস, অজিত রায় প্রমূখ।
প্রধান আলোচক হিসেবে কমরেড আকম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের শ্রমিক আন্দোলন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে না উঠায় পুজিবাদী শাসকদের চক্রান্তে বিভ্রান্ত হয়ে শত্রু-মিত্র বুঝতে ব্যর্থ হয়। শোষকদের কাছেই তারা শ্রমদাস হিসাবে বন্দি থাকে। শ্রম দাসত্ব থেকে মুক্তির জন্য শ্রমআইন, শ্রমনীতি ও শ্রম অধিকারের ভিত্তিতে সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে শ্রমিক শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com