সোমবার, ২১ জুলাই ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ নিজামপুরে বিএনপির জনসভায় জি কে গউছ ॥ বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায় হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত মাছুলিয়ায় পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার অষ্টগ্রামে ইদুরের ওষুধ সেবনে যুবকের আত্মহত্যা নিখোঁজের ৬ দিন পর উমেদনগর গ্রামের এক ব্যক্তির লাশ উদ্ধার জেলা কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ব্যবসায়ী আটক বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি ভূমি স্বেচ্ছাসেবকলীগ নেতার দখলে ॥ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচী অনুষ্ঠিত

শোক দিবস পালন উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সিদ্ধান্তে দেশের ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছিলেন। আর কোন সরকার শিক্ষার উন্নয়নে এতবড় সিদ্ধান্ত নিতে পারেনি। এরপর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার পথ অনুসরণ করে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করেছেন তিনি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, শুধু শিক্ষাক্ষেত্রের উন্নয়নই নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে দেশেন সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালনের জন্য হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নানা নির্দেশনা দিয়েছেন। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল। এতে হবিগঞ্জ পৌরস আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com