শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বানিয়াচংয়ে মানা হচ্ছে না লোডশেডিংয়ের শিডিউল

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় সারা দেশের মতো বানিয়াচংয়ে চলছে লোডশেডিং। কিন্তু শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক এক থেকে দুই ঘণ্টা লোডশেডিংয়ের কথা থাকলেও বানিয়াচং পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ তা মানছে না। এখানে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। উপজেলা সদরের চেয়ে বাইরের গ্রামগুলোতে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশি। আবার কখন কোথায় লোডশেডিং দেওয়া হবে তাও জানতে পারছে না কেউই। প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার মানুষ গ্রাহকদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ শিডিউল তৈরি না করে ইচ্ছামতো লোডশেডিং করছে। ফলে মানুষ তাদের প্রয়োজনীয় কাজ সময় মতো করতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছে। ভুক্তভোগীরা বলেন, শিডিউল অনুযায়ী এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার কথা থাকলেও এখানে প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। দিন-রাত মিলে সাত থেকে আটবার বিদ্যুৎ যাওয়া-আসা করে। একবার বিদ্যুৎ গেলে এক ঘণ্টা আধা ঘণ্টার নিচে আসে না। কখন বিদ্যুৎ আসবে আর কখন যাবে সেটাও তো আমরা জানি না। খুব শ্রীগ্রি যেনো শিডিউল প্রকাশ করা হয় এবং শিডিউল অনুযায়ী লোডশেডিং করা হয় সে জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান অনেকে। এ বিষয়ে বানিয়াচং পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার পারভেজ ভূইয়া বলেন, ‘বানিয়াচং উপজেলায় যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে সে অনুযায়ী আমাদের বিদ্যুতের প্রাপ্তি কম। গত বৃহস্পতিবার ৬ মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে আমরা পাচ্ছি ১ মেগাওয়াট। যার কারণে প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করার কথা থাকলেও অর্ধেকেরও কম বিদ্যুৎ দিয়ে শিডিউল অনুযায়ী বিদ্যুৎ দেওয়া কোনভাবেই সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়েই ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। শিডিউল প্রকাশের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জেলা পল্লী বিদ্যুত সমিতি থেকে শিডিউল তৈরি করা হয়েছিলো কিন্তু সে অনুযায়ী বিদ্যুত দেওয়া সম্ভব হচ্ছে না। তাই পুণরায় নতুন করে শিডিউল তৈরি করা হচ্ছে। দু-একদিনের মধ্যে বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিস নামক ফেসবুক পেজে শিডিউল প্রকাশ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com