বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

‘নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব না’

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪
  • ৪৩১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ‘ভারতের আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তি বা প্রত্যাহার না হলে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়’ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন বর্তমানে ভারতের কারাগারে আটক আছেন। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে বুধবার নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘আমাদের দেশে আমাদের আদালত স্বাধীন ও সার্বভৌম। বিদেশে তাদের আদালতও স্বাধীন ও সার্বভৌম। একটি দেশের আদালত আরেকটি দেশের আদালতকে কোন আসামিকে ফিরিয়ে দিতে নির্দেশ দিতে পারেন না।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুই দেশের কূটনৈতিক সমঝোতার মাধ্যমে ভারত সরকার নূর হোসেনের মামলা বাতিল বা প্রত্যাহার করতে পারে। এটি হলে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।’
২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর খুন করা হয়। ওই ঘটনার প্রধান আসামি নূর হোসেন ও তার দুই সহযোগী ১৪ জুন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা কৈখালির একটি বহুতল আবাসন থেকে গ্রেফতার করে পুলিশ।
তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দন্ড-বিধি ১৪, বিদেশি নাগরিক আইন (ফরেনারস অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ১৫ জুন বারাসাতের উত্তর চব্বিশ জেলা আদালতে তোলা হলে প্রথমে ৮ দিনের পুলিশি রিমান্ড দেওয়া হয়। পুলিশি রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ১৪ দিনের হাজতবাসের নির্দেশ দেয় আদালত। এরপর দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় নূর হোসেনসহ তিন আসামিকে। সোমবার হাজতবাসের মেয়াদ শেষ হলে তাদের আবারও আদালতে নেওয়া হয়। আদালত আবারও ১৪ দিনের হাজতবাসের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com