স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্যান্সার, কিডনী, হার্টসহ জটিল রোগিদের জন্য প্রাপ্ত ৪০ টি চেকের মাধ্যমে ১৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ-বাহুবল উপজেলার উল্লেখিত রোগিদের মধ্য এসব চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল বিকেলে এমপি মিলাদ গাজীর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্ব ও দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রহমান রণির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আ: মুহিত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, যুবলীগ নেতা দীপন ধর প্রমুখ।