বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জে এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূতি উদযাপন ॥ প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রিন্ট ও ইলেক্টক্সি মিডিয়ার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাঁকজমক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিও’র ৯ম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা, কেক কাটা হয়। এছাড়াও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশীদ সিআইপি’র পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী ও এমএ আজিজ সেলিমের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বাংলা নিউজের বদরুল আলম, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক দিনের শেষের জেলা প্রতিনিধি এসকে সাগর, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধ এএম শাহ আলম, আনন্দ টিভির শেখ বেলাল, সাংবাদিক নায়েব হোসাইন, সৈয়দ মশিউর রহমান, একে আজাদ, জাহেদ আলী মামুন, আমির হামজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আবু জাহির বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রিন্ট ও ইলেক্টক্সি মিডিয়ার বিপ্লবিক পরিবর্তন হয়েছে। এশিয়ান টিভি এর অন্যতম ধারক ও বাহক। মুক্তিযুদ্ধে চেতনাকে ধারণ করে বস্তনিষ্ঠু প্রচারের পাশাপাশি দেশের খ্যাতিমান শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে এশিয়ান টেলিভিশন। তিনি এশিয়ান টিভি’র সাফল্য কামনা করেন। তিনি আরো বলেন-গণমাধ্যম কর্মীদের বস্তনিষ্ঠু প্রচার ও প্রকাশ করতে হবে। হবিগঞ্জের অপার সম্ভবনা ও সমস্যাগুলো তুলে ধরতে হবে এবং হবিগঞ্জে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তিগুলো তুলে ধরতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন, গণমাধ্যম দেশের সর্বক্ষেত্রে গুরুৎপূর্ণ ভূমিকা পালন করছে। এশিয়ান টেলিভিশনটি যেমন সংবাদ প্রচার করছে, তেমনি সাংস্কৃতিক ও বিনোদন মূলক অনুষ্ঠান সম্প্রচার করছে। তিনি এশিয়ান টেলিভিশনের উত্তোত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার এশিয়ান টিভি বর্ষপূর্তি উপলক্ষে টিভি প্রতিনিধিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে কেক কাটেন অতিথিবৃন্দ। শেষে এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশীদ সিআইপি’র পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com