যুবলীগ কেন্দ্রীয় সদস্য গোলাম শাহরিয়ার রঞ্জুর সাথে যুক্তরাজ্য যুবলীগের মতবিনিময়
আপডেট টাইম
শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
৪১০
বা পড়া হয়েছে
এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুক্তরাজ্য আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম শাহরিয়ার রঞ্জুর সাথে যুক্তরাজ্য যুবলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইষ্ট লন্ডনে একটি হলে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীসহ যুক্তরাজ্য যুবলীগের সকল স্তরের নেতৃবৃন্দ। আগামী ৭ই নভেম্বর লন্ডনে শেখ হাসিনার জনসভাকে সফল করতে কেন্দ্রীয় নেতার সাথে বিভিন্নদিক নিয়ে আলোচনা করা হয়। জনসভায় বিপুল নেতাকর্মীর সমাগম করতে উপস্থিত নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।