বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে দুই লাখ টাকা কর্জ না দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৮

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই লাখ টাকা কর্জ না দেয়ায় প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এ হামলায় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নবীগঞ্জ সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের মৃত হাজী মোঃ কদর উল্লার পুত্র মোঃ দবির মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ৮নং সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের পাশে ছোট আলীপুর গ্রামের মৃত হাজী কদর মিয়ার পুত্র দবির হোসাইন একটি বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেন। বিগত ১৫/২০ দিন পূর্বে একই ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের মৃত লুদন মিয়ার পুত্র খালিক মিয়া দবির হোসাইনের নিকট দুই লাখ টাকা কর্জ চায়। টাকা কর্জ না দেওয়ার কারনে দবির হোসাইন ও দবির হোসাইনের আত্মীয় স্বজেনর উপর ক্ষিপ্ত হয় খালিক মিয়া গং।
মামলায় বলা হয়, গত বুধবার ৬ অক্টোবর সকাল ১০টার দিকে সুজন মিয়া ও তারেক মিয়াকে দিয়ে দবির হোসাইনের নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ ছাড়া মেশিন দিয়ে ডিপ টিউবওয়েল এর পানি তুলে। এতে দবির হোসাইনের ভাতিজা সোহেল মিয়া তাদের দুইজনকে অযথা পানি তুলে নষ্ট না করতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বড় আলীপুর গ্রামের মৃত ছমর উদ্দিনের পুত্র হায়দর মিয়া ও ছোট আলীপুর গ্রামের খালিক মিয়ার নির্দেশে ছালিক মিয়া, ইসলাম উদ্দিন, সুজন মিয়া, মাসুক মিয়া, নুরুজ্জামান গং দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সোহেল মিয়া, অলি আহমদ ও সইদুর রহমানের উপর হামলা চালায়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা প্রদান করেন। ওইদিন দুপুরে দবির হোসাইনের চাচাতো ভাই জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য লন্ডন প্রবাসী মুফতি মিয়া ও আব্দুল্লা মিয়া রসুলগঞ্জ বাজারের জামে মসজিদের সামনে আসামাত্র পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র দিয়ে তাদের উপর আক্রমন করে। এতে তারা গুরুতর আহত হন। এ সময় লন্ডন প্রবাসী মুফতি মিয়ার নিকট থেকে ৫০ হাজার টাকা ছালিক মিয়া নামে এক ব্যক্তি নিয়ে যায় বলে মুফতি মিয়া জানান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আঃ জব্বার, মুফতি মিয়া ও ফখর উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গত ১০ অক্টোবর দবির হোসাইন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com