বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ইন্টারন্যাশনাল লায়ন্স অক্টোবর সার্ভিস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ড্রিম হবিগঞ্জের বিভিন্ন কর্মসূচি পালন

  • আপডেট টাইম সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের উদ্যোগে পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল লায়ন্স অক্টোবর সার্ভিস উপলক্ষে ২ অক্টোবর ২০২১ বিকাল ৪টায় এক বর্ণাঢ্য র‌্যালি, চক্ষু চিকিৎসা, ডায়বেটিক টেস্ট, ব্লাড গ্রুপিং, গাছের চারা, মাস্ক, খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর হাই স্কুলে। উক্ত সেবায় প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও দরিদ্র লোক সেবা গ্রহন করে। সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট লায়ন গাজী মিজবাহ উদ্দিন ও পরিচালনায় লায়ন মীর একেএম জামীলুন্নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স কাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫-বি-১ এর গভর্নর লায়ন শাহানা রহমান এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন মোঃ লুৎফুর রহমান এমজেএফ, পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন শফিকুল আযম ভূইয়া সুয়েব, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন ফরিদা ইয়াছমীন, কেবিনেট ট্রেজারার লায়ন শফিকুল আলম কনক, রিজিউন চেয়ারপারসন হেড কোয়াটার লায়ন আশরাফ এইচ খান হিরা, লায়ন দিলরুবা ফারুক, পিচ পোস্টার কমিটির চেয়ারম্যান লায়ন ফাহমিদা আহমেদ বিউটি, রিজিউন চেয়ারপারসন লায়ন আবুল কাশেম বাবু, লায়ন কাজী জামাল, লায়ন জয়া জাহান চৌধুরী, মির্জাপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ রফিক মিয়া, জোন চেয়ারপারসন লায়ন মোঃ লিটন মিয়া, লায়ন মোঃ রিপন মিয়া, লায়ন মোঃ বাবুল, জোন এডভাইজার লায়ন এড.শিবলী খায়ের, লায়ন্স কাব অব ঢাকা রিজেন্সীর সেক্রেটারী সালমা সুলতানা মুন্নি, লায়ন সালাউদ্দিন প্রিন্স, লিও ফাস্ট ভাইস প্রেসিডেন্ট আশরাফুল উসলাম সিজান। বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট লায়ন তাসলিমা আক্তার, জয়েন্ট সেক্রেটারী লায়ন মহিবুর রহমান চৌধুরী, ট্রেজারার লায়ন মোঃ আসাদুজ্জামান, ডিরেক্টর জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান লায়ন নুরুল আমীন উসমান, লায়ন এমজি মুহিত, লায়ন সুমন পাটোয়ারী, লায়ন সিদ্দিকুর রহমান মাসুম, লায়ন পীরজাদা মিজানুর রহমান, লায়ন তহুরা বেগম, লেডি প্রেসিডেন্ট লায়ন রওশন আরা, লায়ন মাহমুদা আক্তার, লায়ন নাহিদা আক্তার, লায়ন ফাতেমা আক্তার, লায়ন হ্যাপী রানী তালুকদার, চার্টার মেম্বার লায়ন জলকিস আক্তার, মেম্বার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান, লায়ন মোঃ আফজাল হোসাইন রনি, লায়ন মোঃ হেলাল মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com