বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নদী গিলে খাচ্ছে ১০ হাজার মানুষের চলাচলের রাস্তা

  • আপডেট টাইম বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর-সাটিয়াজুরী সড়কের পশ্চিম জয়পুর গ্রামের ভিতরের কিছু অংশ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বৃষ্টির পরিমান বাড়লেই যেকোনো মুহূর্তে সড়কটির পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহি একটি গ্রাম পশ্চিম জয়পুর। ওই গ্রামের উপর দিয়া যাওয়া পাকা সড়কটি দিয়ে কয়েকটি গ্রাম তথা পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলাসহ বিভিন্ন গ্রামের কমপক্ষে ১০ হাজার মানুষ চলাচলের এক মাত্র এ রাস্তা এটি। এ সড়ক দিয়ে প্রতিনিয়তই ট্রাক্টর, সিএনজি অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ওই রাস্তার একটি অংশ গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে বিলীন হওয়ার পথে। সড়কটির বেশির ভাগই নদে চলে গেছে এবং অল্প সময়ের মধ্যে পুরো সড়কটি নদে বিলীন হয়ে যেতে পারে। সড়কটি পুরো বিলীন হয়ে গেলে হাজার হাজার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। সম্প্রতী সরকার নদীটি খনন করলে রাস্তাটি ভাঙ্গনের কবলে পড়ে। এ বছর বৃষ্টি না থাকায়ও রাস্তার অর্ধেক অংশ নদীতে তলিয়ে গেছে। স্থানীয় লোকজন সড়কটির অপজিট সাইট মাঠি দিয়ে ভরাট করে আসা যাওয়া করছে। ওই সড়ক দিয়ে নিয়মিত আসা যাওয়াকারী দাসপাড়া গ্রামের স্ববজি ব্যবসায়ী দরবেশ আলী জানান, সম্প্রতি নদীটি খনন করার পর থেকে সড়কটি ভেঙ্গে নদীতে পড়ে সড়কটি ছোট হয়ে যাচ্ছে। চাইরা গ্রামের জাবেদ আলী বলেন, এ বছর বৃষ্টি না থাকায় সড়কটি অর্ধেক ভেঙ্গে নদীতে পড়েছে। বৃষ্টির পানি বাড়লে পুরো সড়কটি নদীতে চলে যাবে।বন্ধ হয়ে ১০ হাজার মানুষের চলাচলের মূল সড়কটি। পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব হোসাইন আহমদ শামীম বলেন, এই সড়ক দিয়ে পার্শ্ববর্তী উপজেলা চুনারুঘাট যাওয়ার সহজ রাস্তা। ওই সড়ক দিয়ে শুধু বাহুবল উপজেলার বাসিন্দাই নয়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী, সুন্দরপুর এলাকার হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন। পশ্চিম জয়পুর গ্রামের ওয়ার্ড মেম্বার শামীম আহমদ বলেন, সড়কটি খুব গুরুত্বপূর্ন। সড়কটি দ্রুত মেরামত করে দিতে এলজিইডি পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন অফিস আদালতে তদবির করেছি। দেখি কি করা যায়। বাহুবল উপজেলা নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, আমি ৩/৪দিন হল যোগদান করেছি, বিষয়টি জানতে পারিনি। বিষয়টি জেনে অবশ্যই দ্রুত পদক্ষেপ গ্রহন করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com