বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এখনও ফিরেনি সাতছড়ি টিপরা পল্লীর বাসিন্দারা

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০১৪
  • ৪১৩ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ সাতছড়ি থেকে র‌্যাবের অভিযান প্রত্যাহার করে নেয়ার পরও টিপরা পল্লীর বাসিন্দরা নিজ গৃহে ফিরে আসেননি। পল্লীর বাসিন্দারা কোথায় আছেন তা কেউ বলতে পারছেনা। পল্লীতে র‌্যাবের উপস্থিতির পর ত্রিপরা পল্লীর পুরুষ সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। ১৯ দিন পর র‌্যাব সদস্যরা চলে গেলেও র‌্যাবের মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় পুলিশী আতংক ও র‌্যাবের গোয়েন্দা নজরধারীর কারনে পল্লীতে ফিরতে সাহস পাচ্ছেন না টিপরা বাসিন্দরা। এমনটি মনে করছেন কেউ কেউ। এখানে নারী ও শিশু ছাড়া এখন কোনো পুরুষ সদস্য নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীরা নানা ভয় উপেক্ষা করে বিদ্যালয়ের যাচ্ছে কোন মতে। আদিবাসী এ পল্লীর লোকজনের ফলানো লেবু আনারস এখন গাছে পেকে নষ্ট হচ্ছে। অভিযানের সময় বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতির কারণে অনেক লেবু খোয়া গেছে। এদিকে সাতছড়ি জাতীয় উদ্যানে এখনো ফিরছেন না কোনো পর্যটক। অনাকাংখিত হয়রানীর ভয়ে কোন পর্যটক এখনো এ পথে পা দিচ্ছেন না। কাউন্টারে বসে বসে সময় কাটাচ্ছেন সুপারভাইজার ও পার্কে নিয়োজিত কর্মচারীরা। পার্ক সংশ্লিষ্টরা বলছেন, সাতছড়ি বনে র‌্যাবের অভিযানের পর থেকেই উদ্যানে পর্যটক আসা বন্ধ হয়ে গেছে। গত ২০/২২ দিনে হাতেগুনা কয়েকজন পর্যটক আসলেও কেউ বনে প্রবেশ করেন নি। এছাড়া সাতছড়ির অভিযান নিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারের পর সাতছড়ি সম্পর্কে পর্যটকদের মাঝে আতংক দেখা দিয়েছে। বর্তমানে পার্কে পর্যটকের আগমন নেই বললেই চলে। ৩১ মে রাতে সাতছড়ি বনের গহীনে ও ত্রিপরা পল্লীতে র‌্যাবের অভিযান শুরুর পর থেকেই টিপরা পল্লীর যুবক ও বৃদ্ধরা অজ্ঞাত কারনে পালিয়ে যায়। ওই অভিযানে পল্লীতে দুটি ও বনের গহীনে কমপক্ষে ১৫টি ব্যাংকার খুঁজে পায় র‌্যাব। এসব ব্যাংকারের মধ্যে ৩টি থেকে অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। দেশের আলোচিত এ অভিযান ১৯ দিন পর স্থগিত ঘোষণা করা হয়েছে। অজ্ঞাতদের আসামি করে দায়ের হয়েছে দুটি মামালা। গতকাল সরজমিনে সাতছড়ি গিয়ে দেখা যায়, ত্রিপুরা পল্লীর প্রতিটি ঘরের দরজা লাগানো। কোন কোন ঘরে মহিলা ও শিশুরা থাকলেও বাইরে থেকে বুঝা যাচ্ছে না যে ঘরে কোনো মানুষ আছে। শিশুরা খেলাধুলা বাদ দিয়ে ঘরের ভেতরই অবস্থান করছে। ভয়ে তারা বাইরে যাওয়া দূরে থাক ঘর থেকেই বের হচ্ছে না। সম্প্রতি পল্লীর নারী শিশুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিরাপত্তার দাবি নিয়ে গেলে তিনি তাদের অভয় দিয়েছেন। বলেছেন, নারী এবং স্কুল কলেজগামী কোনো যুবক ও শিশু-কিশোর হয়রানির শিকার হবে না। এছাড়া তিনি পল্লীর নারী শিশুদের খয়রাতি হিসেবে ১ টন চালও বরাদ্দ দিয়েছেন। ইউপি চেয়ারম্যান ও সাতছড়ি উদ্যানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ওয়াহেদ আলী বলেছেন, টিপরা পল্লীর দরিদ্র ও অসহায় নারী পুরুষদের সাহায্যার্থে আর্থিক অনুদান দেয়া হয়েছে। তাদের আরও বরাদ্দ দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com