বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে এ-ওয়ান যুব সমবায় সমিতির লভ্যাংশ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতি লিমিটেড এর লভ্যাংশ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এ-ওয়ান যুব সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি ফারছু আহমেদ চৌধুরীর বাসভবনে ৭৯ জন সদস্যের মাঝে ৭ হাজার টাকা করে লভ্যাংশ বিতরণ করা হয়। এতে এ-ওয়ান যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবুল কালাম আজাদ কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনুর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফুটারমাটি জামে সমজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, এ-ওয়ান যুব সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা আজিজুল হক চৌধুরী, ডাক্তার অখিল চন্দ্র সূত্রধর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিস পরিদর্শক নয়ন মনি, মিছবা চৌধুরী, বজলুল হক চৌধুরী, তোফাজ্জুল চৌধুরী, কুর্শি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি খলিলুর রহমান ইবরাহীম, এটিএম রুবেল, ইসমাইল মিয়া, আবুতালেব, আব্দুল মজিদ, এনটিভি ইউরোপের বাহুবল প্রতিনিধি রাহি চৌধুরী, রাব্বুল মিয়া, সেলিম আহমেদ, নোমান চৌধুরী, জালাল উদ্দিন, ফয়ছল চৌধুরী, শান্তি মিয়া প্রমুখ। পরে ফুটারমাটি এ ও-য়ান যুব সমবায় সমিতির লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, ২০০৭ সালে ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতি গঠন করা হয়। রেজি নং: ৭৯১।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com