বানিয়াচং প্রতিনিধি ॥ ‘বৃক্ষ রোপন করবো, নিরাপদ পরিবেশ গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচং উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হবে। বুধবার সদরের মীর মহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপনের মধ্যে দিয়ে এ কর্মসুচীর শুভ সুচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম খোকন, সাংবাদিক মখলিছ মিয়া।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম, শিক্ষিকা হাসিনা আক্তার, অফিস সহায়ক মওদুদ মিয়া প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার বলেন, স্কুলের পরিবেশ যত সুন্দর হবে স্কুলের ছাত্র-ছাত্রীদের মন মানসিকতা তত উন্নত হবে। বিদ্যালয় প্রাঙ্গন যেন ফলে ফুলে ভরপুর থাকে এজন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হবে। শুধুমাত্র বৃক্ষরোপন করেই যেন আমাদের দায়িত্ব শেষ না হয়। এই গাছগুলো পরিপুর্ণতা পাওয়ার আগ পর্যন্ত গাছগুলোর যতœ নিতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের আঙ্গিনাসহ সার্বিক পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তিনি বিদ্যালয় প্রধানদের প্রতি আহবান জানান।