স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে উপজেলার দক্ষিণ নূরপুরে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, অগ্নিকা-ের ঘটনায় আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে। জৈতুন বেগমের বড় ছেলে ইমরান মিয়া জানান, অগ্নিকা-ে আমাদের ঘরে থাকা স্বর্ণ, মোবাইল, টিভি, ফ্রিজ, মালামাল ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ অগ্নিকা-ে দক্ষিণ নুরপুরের জৈতুন বেগমের একমাত্র বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সহায় সম্বল হারিয়ে এ পরিবারটি এখন খোলা আকাশের নীচে বসবাস করছেন। গত তিন মাস আগে উক্ত ঘরের মালিক জৈতুন বেগম মারা যান। মা হারা ছেলেমেয়ের বসবাস করার একমাত্র ভরসাই ছিল এই বসত ঘরটি। পরনের কাপড় ছাড়া তাদের আর কোন বস্ত্র নেই, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে হঠাৎ জৈতুন বেগমের বসতঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা চিৎকার করেন। চিৎকার শোনে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকা- ঘটতে পারে বলে আমরা অনুমান করেছি।