বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

গৃহবধুকে ধর্ষনের চেষ্টা নবীগঞ্জে থানায় অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করেছে একই এলাকার নিপু গোপ নামের এক লম্পট। গৃহবধুর চিৎকারে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে। এ সময় এলাকার কতিপয় লোকজনের সহযোগিতায় বিচার শালিসের কথা বলে কৌশলে ছাড়িয়ে নেন তার কাকা দিগেন্দ্র গোপ। ঘটনাটি স্থানীয় যুবকরা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড ধারন করেছে। এ ব্যাপারে গৃহবধু নিরূপায় হয়ে গতকাল সোমবার নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত ধীরেন্দ্র গোপের ছেলে নিপু গোপ তার কাকা আমেরিকা প্রবাসীর বাড়ি পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামে বসবাস করে আসছে। ওই বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় থাকেন একই ইউপির তারনগাওঁ গ্রামের মৃত শৈলেন্দ্র দাশের ছেলে বনমালী দাশ। বনমালী দাশ পেশায় একজন ধর্মীয় অনুষ্টান কীর্তন শিল্পী। প্রায়ই তিনি বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্টানে থাকেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বাসার মালিকের ভাতিজা সিএনজি চালক নিপু গোপের কুদৃষ্টি পড়ে বনমালী দাশের সুন্দরী বউয়ের উপর। প্রায় দিনই ওই গৃহবধুকে একা বাসায় নানাভাবে উত্যক্ত করতো নিপু গোপ। বিষয়টি গৃহবধু তার স্বামীকে বলার পর নিপু গোপের স্বজনদের কাছে বিচার প্রার্থী হন বনমালী দাশ। এক পর্যায়ে বাসা ছেড়ে পাশর্^বর্তী কালীপদ গোপের বাসা ভাড়া নেন বনমানী দাশ। এর পরও নিপু গোপের কুদৃষ্টি থেমে থাকেনি। প্রায়ই গৃহবধুর ফোনে বা রাস্তায় একা পেয়ে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিত। এতে রাজি না হলে স্বামী ও শিশু সন্তানকে হত্যার হুমকী দিত প্রায় সময়ই। গত শনিবার (৩রা জুলাই) সকালে স্বামী বনমালী দাশ ধর্মীয় অনুষ্টান কীর্তনে চলে যান বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামে। এই খবর জানতে পেরে নিপু গোপ ওই দিনই দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গৃহবধু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরে বাহিরে গেলে লুকিয়ে থাকা নিপু গোপ ঘরের ভিতরে প্রবেশ করে। গৃহবধু ঘরে ফিরে নিপু গোপকে ঘরে দেখে চিৎকার দেয়ার চেষ্টা করলে নিপু গোপ ঝাপটে তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে জোর পুর্বক ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে গৃহবধুর সুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নিপুকে আটক করে। এক পর্যায়ে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় নিপুর কাকা দিগেন্দ্র গোপন তাকে নিয়ে চলে যান। খবর পেয়ে গৃহবধুর স্বামী বনমালী দাশ বাড়িতে এসে ঘটনার বিস্তারিত শুনে স্থানীয় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও ন্যায় বিচার পান নি। এ ব্যাপারে সোমবার বিকালে নবীগঞ্জ থানায় মামলা করেছেন নির্যাতিত গৃহবধু।
নির্যাতিত গৃহবধু এ প্রতিনিধিকে বলেন, দীর্ঘদিন ধরে ওই নিপু গোপ তার সাথে কথা না বললে আমাকে নানা ভয়ভীতি দেখিয়ে, এমনকি আমার স্বামী সন্তানকে খুন করিবে বলিয়া হুমকী দিয়ে আসছিল। তার অত্যাচারে বাসা বদল করেও শেষ রক্ষা হলো না। আমার ইজ্জতের উপর হামলা করেছে। গ্রাম্য মাতব্বররা নিপু গোপের পক্ষে কথা বলেন। আমরা নিরীহ মানুষ। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন।
এ ব্যাপারে নিপু গোপ বলেন, কাউন্সিলর যুবরাজ গোপ বাড়িতে আসলে বিষয়টি দেখে দিবেন বলেছেন। এলাকার সুমন গোপ, প্রিয়তোষ কুড়ি, মিন্টু দেব, তপন গোপগংরা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে তারা রাস্তায় হাটা চলা করছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে একটি মহিলার চিৎকার শুনে দৌড়ে ওই বাসায় যান। গিয়ে নিপু গোপকে এলোমেলোভাবে দেখতে পান। গভীর রাতে ওই বাসায় আসার কারন জানতে চাইলে সন্তোষ জনক কোন জবাব দিতে না পারায় তাকে কিছু উত্তম মাধ্যম দেয়া হয়। তাকে আটকের খবর জানাজানি হলে লোকজনের ভীড় জমে ওই বাসায়। এক পর্যায়ে স্থানীয় মাতব্বরদের সহযোগিতায় উক্ত ঘটনার বিচারের আশ^াস দিয়ে নিপু গোপের কাকা দিগেন্দ্র গোপ তাকে নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com