স্টাফ রিপোর্টার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী পশু মেলা (প্রাণিসম্পদ প্রদর্শনী) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) সকাল থেকে জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে বিকালে খামারীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম। উপজেলা এডুকেশন সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রমাপদ দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, ইউপি চেয়ারম্যান হুসাইন আদিল মোহাম্মদ জজ মিয়া, এডঃ হুমায়ন কবীর সৈকত প্রমুখ।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রমাপদ দে জানান- প্রদর্শনীতে ৪০টি স্টল স্থান পেয়েছে। তন্মধ্যে ৪টি ক্যাটাগরিতে ১২জন খামারীকে পুরষ্কৃত করা হয়।