স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত ডাকাত রনি মিয়া (২৫) কে অবশেষে আটক করেছে ডিবি পুলিশ। গত শনিবার দিবাগত রাতে ডিবির ওসি মোঃ আল আমিনের নির্দেশে একদল পুলিশ সদর উপজেলার বহুলা গ্রামে অভিযান চালিয়ে রনিকে আটক করে। সে ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সঞ্জব আলীর পুত্র। ডিবির ওসি জানান, রনির বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। সে হবিগঞ্জ শহরে এসে চুরি করে নিমিষেই চলে যায়। বারবার চেষ্টা করেও পুলিশ তাকে এতোদিন ধরতে পারেনি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা আছে।