শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:২২ অপরাহ্ন

বানিয়াচংয়ে ভর্তুকির কৃষিযন্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৯৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে কৃষি ভর্তুকি‘র ধান কর্তন ও মাড়াইয়ের সমন্বিত মেশিন বিতরন করা হয়েছে। সরকারীভাবে ৭০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেষ্টার নামের মেশিন কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়েছে। কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে একই সাথে ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের কাজ শেষে বস্তাবন্দী করা যায়। বেসরকারিভাবে একটি মেশিনের মূল্য ৩১ল ৫০ হাজার টাকা। সরকার থেকে ভর্তুকির ১৯ লক্ষ ৬০ হাজার টাকা সহায়তা দেওয়ার কারনে কৃষককে দিতে হচ্ছে মাত্র ১১ল ৯০ হাজার টাকা। মাত্র ১১ লক্ষ ৯০ হাজার টাকা দিয়ে কৃষক সম্পূর্ণভাবে মেশিনটির মালিক হয়ে গেলেন। চলতি বছরে ভর্তুকির কৃষিযন্ত্র বিতরনের প্রথম কিস্তির মেশিন বিতরন করা হয়েছে ৪ জন কৃষকের মধ্যে। চারটি মেশিনই কম্বাইন হারভেষ্টার। ৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে মেশিন হস্তান্তর অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামূল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সিনিয়র সাংবাদিক শেখ জোবায়ের জসিম, মখলিছ মিয়া, পল্লী সঞ্চয় অফিসার সুদীপ দেব, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com