মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, মাধবপুর সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের লোকজন স্বাধীন ভাবে বসবাস করে আসছে। এ সম্প্রীতি নষ্ট করার জন্য কিছ’ অপরাধী রাতের আধাঁরে ধমীয় প্রতিষ্টান থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। এসব অপরাধীদের ধরতে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজনকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন মহামারি করোনার মাত্রা আবারও বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সরকারের নীতিমালা ও স্বাস্থ্যবিধি মানার অভ্যাস গড়ে তুলতে হবে। সকলেই মাস্ক ব্যবহার করতে হবে। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে বুল্লা ইউনিয়নের ৯২ জন হত-দরিদ্রদের মধ্যে বিনামূল্যে স্যানেটারি রিং স্ল্যাব বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুনের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসকাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক চেয়ারম্যান তাজউদ্দিন টেনু, উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক সুলতান আহম্মেদ, ইউ/পি সদস্য জহর লাল সাহাজী, কাউসার আহম্মেদ, শানু মিয়া, বিশিষ্ট মুরব্বী জিতু সর্দার, মর্তুজ আলী সাংবাদিক আলমগীর কবির প্রমূখ।