সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

এডঃ এনামুল হক সেলিমের সমর্থনে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের ভার্চুয়াল আলোচনা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম এর সমর্থনে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার লাখাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ ছালেহ আহমদ এর সভাপতিত্বে এবং আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রহমান সওদাগরের সমন্বয়ে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন নিউইয়র্ক স্ট্রেট যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আজাদ ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী এডঃ এনামুল হক সেলিম। বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল আওয়াল ভূঁইয়া, এড: আয়তুল ইসলাম, সৈয়দ আব্দাল হোসেন, আছকির মিয়া, যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক একেএম মোফাজ্জল হাসান শ্যামল, সামছুল ইসলাম, সৌদি আরব যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমদ, নিউইয়র্ক যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ টিপু, নিউইয়র্ক যুবদলের সহ সহ-সভাপতি আফসার সোহাগ, লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী আকমল, হাবিব জুয়েল, উজ্জল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল হাদী সোহাগ, নোমান, সুমল, শাহাজান, বেলজিয়াম বিএনপি নেতা জসিম উদ্দীন, মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ হবিগঞ্জ ও বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপি পরিবারের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্বাচনী কার্যকর্মের প্রশংসা করেন। একই সাথে দলীয় নেতাকর্মীদেরকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আরো ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্কতার সাথে কাজ করার আহবান জানান।
বক্তারা পৌরবাসীর কাছে সাবেক ৩ বারের মেয়র জননেতা আলহাজ্ব জি কে গউছের মেয়র থাকাকালীন পৌরসভায় নিরাপদ, জবাবদিহিতা ও উন্নয়নমূলক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
বক্তারা পৌরবাসীর কাছে তাদের সঠিক মেয়র নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডঃ এনামুল হক সেলিম এর বিভিন্ন গুণাবলী তুলে ধরেন এবং বিভিন্ন দলের মধ্যে প্রশাসনিক ক্ষমতা বন্টনের উপকারিতা হিসেবে সমাজে সুশাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন উপকারিতার সম্পর্কে আলোচনা করেন। পৌরবাসীকে ভোট সেন্টারে যাওয়া ও ভোট গননা পর্যন্ত সচেতন থাকারও আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com