প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান নারকেল গাছ প্রতীক পেয়েছেন। গতকাল শুক্রবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। হবিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মোঃ মিজানুর রহমান মিজান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারকেল গাছ প্রতীক চেয়ে আবেদন করলে অন্যকোন প্রার্থী ওই প্রতীকে আবেদন না করায় মিজানুর রহমান নারকেল গাছ প্রতীক লাভ করেন। কাংখিত প্রতীক পাওয়ার পর মিজানুর রহমান ও তার কর্মী সমর্থকদের মাঝে আনন্দ দেখা দেয়। মেয়র মিজানুর রহমান ২৮ তারিখ পৌরবাসী সকলের মূল্যবান ভোট, দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন। জেলা নির্বাচন অফিস থেকে বের হয়ে আসার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান তার কর্মী সমর্থকদের সাথে ফটোসেশনে অংশ নেন।