শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

রাজিউড়াতে ২০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির ॥ শায়েস্তাগঞ্জে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীনদের পুনর্বাবসনের লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার রাজিাউড়া ইউনিয়নে ২০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। সংসদ সদস্য উদ্বোধনের পূর্বে স্থান পরিদর্শন এবং সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করেন।
তখন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পিআইও জানিয়েছেন, মুজিব শতবর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে রাজিউড়ার রতনপুর মাঠে সরকারি খাস জমিতে ২০টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা।
ভিত্তি প্রস্তর স্থাপনের পূর্বে এলাকাবাসী আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন এমপি আবু জাহির। তখন তিনি বাংলাদেশে দরিদ্রতা হ্রাসসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনন্য উদ্যোগগুলোর কথা তুলে ধরেন। এ সময় জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম বাবুল, আওয়ামী লীগ নেতা ডাঃ কুতুব উদ্দিন, ফরিদ আহমেদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জহুর আলী, জামাল সরদার, শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। তখন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তারসহ অন্যান্যরা উপ¯ি’ত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com