শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাংবাদিকতা জগৎ আমাদের ঐতিহ্য। দেশের অন্য এলাকার তুলনায় এখানে দৈনিক সংবাদপত্রের সংখ্যা অধিক। এগুলোর মাধ্যমে অনেক শিক্ষিত যুবকের কর্মসংস্থান হয়েছে। এ শিল্পকে এগিয়ে নিতে সম্পাদক-সাংবাদিকগণের পাশাপাশি বিপনন কর্মীরাও অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। তারা কাজ করছেন একে অন্যের পরিপূরক হয়ে।
গতকাল শনিবার সকাল এগারোটায় স্থানীয় প্রেসক্লাবে জেলা সংবাদপত্র হকার্স সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ।
এমপি আবু জাহির বলেন, বিভিন্ন স্থানে কর্মক্ষেত্রে নানা বৈষম্য থাকলেও হবিগঞ্জের সংবাদপত্র জগতে এমন হয় না। প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ করোনাকালে বিপনন কর্মীদের পাশে থেকেছেন। তারা বার বার আমার নিকট এসেছেন বিপনন কর্মীদের সহায়তার জন্য। আমি সাধ্য অনুযায়ী সহায়তা করেছি। এভাবেই বিপনন কর্মীদের শ্রমের মর্যাদা দিতে হবে। তাহলে সংবাদপত্র শিল্প আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, কয়েক বছর পূর্বে যখন আমি হবিগঞ্জে মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা করেছি; তখন সবাই অবাক হয়েছেন, বিশ্বাস করতে পারেননি অনেকে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই অভাবনীয় কাজ সম্পাদন করেছি। এসব প্রতিষ্ঠানের কারণে হবিগঞ্জ জেলা এখন অনেক দূর এগিয়েছে। আরও এগিয়ে যাবে। অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা ছিল এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা প্রয়োজন।
জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সামছুল হুদা, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, দৈনিক খোয়াই’র বার্তা ও ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান, রোটারিয়ান তবারক আলী লস্কর, সমিতির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অধ্যক্ষ আফজাল মিয়া, মনিষ আচার্য্য প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জেলা হকার্স সমিতির সহ সভাপতি আব্দুন নুর, শাহিন মিয়া, কোষাধ্যক্ষ আল আমিন, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, সদস্য নাসির উদ্দিন, আলীম উদ্দিন, ইসলাম উদ্দিন খান, পিন্টু, ফারুক, কুদ্দুস, দুলাল, শাহজাহান মিয়া, কাজল, জালাল, বিষু, অজয়, চয়ন, কৌশিক, জুনায়েদ, নোমান, বানিয়াচং উপজেলা হকার্স সমিতির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি রুবেল মিয়া, সহ সভাপতি ছাত্তার মিয়া, মোজাহিদ মিয়া, এমরান, কাঞ্চন রায়, কদ্দুছ মিয়া, আজিজ মিয়া, চান মিয়া, নূরুল ইসলাম, জয়, মছকির মিয়া, মনমোহন, শফিকুল ইসলাম, নূর হোসেন, লায়েছ মিয়া, আরিফ, মুকিত, সুন্দর আলী, লুখুজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি হকার্স সমিতিকে ৫০ হাজার টাকা ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা ৫ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উমেদনগর পশ্চিম এলাকা মসজিদের ইমাম সৈয়দ আহমদ। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে বিশেষ অতিথি ও সমিতির নেতৃবৃন্দকে নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির। পরে অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com