বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচং-নবীগঞ্জ এম, এ, রব সড়কের শুটকী ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গন ॥ দ্রুত মেরামত না করলে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-নবীগঞ্জ রোডের এম এ রব সড়কের শুটকী ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার ভোররাত থেকে টানা বৃষ্টির পানিতে সড়কের বেশ কয়েক জায়গায় ভয়াবহ গর্তের সৃষ্টি হয়। দ্রুদ মেরামত করা না হলে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে বানিয়াচং-নবীগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থা। ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বানিয়াচং-নবীগঞ্জ সড়কের কালিদাস টেকায় স্থাপিত দৃষ্টি নন্দন এ ব্রীজে দাঁিড়য়ে প্রতিদিন হাজার হাজার ভ্রমন পিপাসু মানুষজন হাওরের মনোরম দৃশ্য অবলোকন করেন। ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনের দৃশ্য দেখে ভয়ে অনেকেই ব্রীজের উপরে উঠতে পারছেন না। ভ্রমন পিপাসু পর্যটকদের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে এ গর্তগুলো ভরাট না করলে দূর্ঘটনার কবলে পড়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এ সড়ক দিয়ে বানিয়াচং থেকে সিলেট যাওয়া যায় দ্রুত সময়ের মধ্যে। এসব কারনে এ রোডটি অনেক ব্যস্ততম একটি রোড। প্রতিদিন বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করছে। জনস্বার্থ বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এ ভাঙ্গনগুলো মেরামত করতে সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এ সড়কে চলাচলকারী পরিবহন সংগঠনসহ স্থানীয় জনসাধারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com