সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুইটি বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট ॥ মহিলা ও শিশুসহ আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৪৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলা বাজারে তুচ্ছ ঘটনার জের ধরে দুইটি বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা সংগঠিত হয়েছে। এতে আহত হয়েছেন শিশু ও মহিলাসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে ১জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাংলা বাজারে দুলাল খানের দোকানের সামনে সুইলপুর গ্রামের মৃত আফতার মিয়ার ছেলে দিলাওর মিয়া তার ব্যবহৃত মোটর সাইকেল সাইড করে রাখেন। এমতাবস্থায় সমরগাও গ্রামের সুহেল মিয়ার ছেলে পাভেল মিয়া তার অটোরিক্সা দিয়ে মোটর সাইকেলটি ফেলে দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা সংগঠিত হয়। এ ঘটনার জের ধরে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিলাওর মিয়া ও আব্দুল করিম মিয়ার বাড়ীতে হামলা চালায়।
দিলাওর মিয়া জানান, হামলাকারীরা বাড়িঘর ভাংচুর করে। এ সময় নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সমিরন দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলায় আহতরা হল, শামেলা বেগম (৪০), আজাদ মিয়া (৩২), শিশু রুমেল দেড় বছর, আবিদ উল্লা (৪০), ফজল মিয়া (৩৫), লুৎফুর রহমান (১৯), আব্দুল মতিন (৪০), ছাদিক মিয়া (৩৮)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com