বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিমের উদ্যোগে পৈলারকান্দি ইউনিয়নে দাঙ্গা প্রতিরোধে শপথ নিলেন কয়েক গ্রামের মানুষ

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আর দাঁঙ্গায় জড়াবেন না বলে শপথ করেছেন বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামবাসী। গতকাল পৈলাকান্দি বাজারে দাঙ্গা, মাদক, জঙ্গী, সন্ত্রাস রোধকল্পে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান ও আলোচনা সভায় গ্রামবাসী দেশীয় অস্ত্র জমা দিয়ে এ শপথ করেন। সভায় গ্রামবাসী বলেন-গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের কারণে গ্রামে হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে। হত্যাকান্ডে মা, বাবার বুক খালি হয়েছে, তেমনি সন্তানরা বাবাকে হারিয়েছেন। স্ত্রী স্বামীকে আর ভাই, বোন হারিয়েছেন ভাইকে। শুধু তাই নয় সংঘর্ষের কারণে মামলা মোকাদ্দমায় জড়িয়ে গ্রামবাসী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। একে অন্যের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে দেখলেই শক্র মনে করে অনেকটা বাকা পথে চলাচল করতেন। পুলিশের এ উদ্যোগে গ্রামবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হবে। এ জন্য তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সভ্য সমাজে কারো জন্য দাঙ্গা কাম্য নয়। প্রত্যেক মানুষকে একে অন্যের সাথে সম্পর্ক বজায় রাখা উচিত। কেউ খারাপ রাস্তায় চলে গেলে তাকে সে পথ থেকে ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন-দাঙ্গা, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম বলেন-অস্ত্র জমাদানের মাধ্যমে গ্রামের প্রত্যেক মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে বলে আমি বিশ্বাস করি। তিনি, যারা অস্ত্র স্বেচ্ছায় জমা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা অস্ত্র জমা দেননি তাদের স্বেচ্ছায় অস্ত্র জমা দেয়ার জন্য আহ্বান জানান। তা না হলে পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করবে। অভিযান চলাকালে কারো বাড়িতে দেশীয় অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত এর সভাপতিত্বে এবং বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ারের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মানসুরা আক্তার, সহকারি পুলিশ সুপার তৃপ্তি মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান খোয়াজ আলী, সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধ্রুবেশ চক্রবর্তী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, অ্যাডভোকেট আশরাদ মিয়া, পৈলারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ধনু মিয়া প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ মোঃ ইসমাইল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com