বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের শহরে স্কুলছাত্র হত্যার ঘটনায় সাজু মিয়ার ৩ দিনের রিমান্ড নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন স্থগিত সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ লাখাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের নির্যাতনের শিক্ষার এক স্কুল শিক্ষক আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারের রাস্তা বেহাল দশা বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি’র পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক নবীগঞ্জে সেনা-পুলিশের কঠোর অবস্থানে বন্ধ জরুরি পরিষেবা, ওষুধের সংকটে বিপাকে রোগীরা নবীগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরা পথে নির্যাতনের অভিযোগ ! পাইকপাড়ায় ভাই বোন অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩ ডিসি অফিসের গেইটের সামনে যুবলীগ কর্মীকে মারপিট ॥ পুলিশে সোপর্দ

সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৪৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চা ছাত্র-ছাত্রীদের চালিয়ে যেতে হবে। কারণ, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময়ই খেলাধুলাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব সময় ভূমিকা রেখে গেছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা খেলাধুলা এবং খেলোয়ারদের প্রতি সর্বোচ্চ খেয়াল রেখে চলেছেন। তিনি প্রায় সময়ই বাংলাদেশের বিভিন্ন খেলা সরাসরি স্টেডিয়ামে গিয়ে উপভোগ করার পাশাপাশি খেলোয়ারদের উৎসাহ যোগিয়ে যাচ্ছেন। প্রাধনমন্ত্রীর সার্বিক সহযোগিতায় নবীগঞ্জের চৌশতপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ খুব দ্রুত শুরু হবে বলেও প্রধান অতিথি তার বক্তব্যে জানান। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক ২০১৯-এর হবিগঞ্জ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ায় নবীগঞ্জ উপজেলা ফুটবল একাদশকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান এর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক ওহী দেওয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন ও হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু। এতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক এড. মুহিতুর রহমান রনি, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, নবীগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন ফুটবল দলের কোচ সদরুল আমীন পাবেল, নুরুল হক, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক শাওন, নবীগঞ্জ উপজেলা ফুটবল একাদশের বালক অধিনায়ক জিনুক আহমেদ, বঙ্গমাতা নবীগঞ্জ উপজেলা ফুটবল একাদশের অধিনায়ক কণিকা পালসহ বালক ও বালিকা ফুটবল দলের সকল খেলোয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com