রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

চুনারুঘাটে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৯১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দিনব্যাপী উপজেলা ভিত্তিক আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএফএফর সহযোগিতায় ও এনজিও সেবা’র উদ্যোগে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। মেলা শেষে সেরা স্টল, সেরা দেয়ালিকা ও কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। সেবা প্রজেক্ট কো-অর্ডিনেটর খালিদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুঃফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, বাংলাদেশ ফ্রিডম ফাইন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোর্শেদ আলম ও সেবার নির্বাহী পরিচালক তানজিনা খানম।
মেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩০টি বিদ্যালয় ও মাদ্রাসার ৩০টি স্টল অংশ নেয়। স্টলের বিচারে প্রথম হয়েছে মিরাশী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে পঞ্চাশ স্কুল এন্ড কলেজ ও তৃতীয় স্থান অর্জন করেছে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া মেলায় দেয়ালিকা প্রদর্শনে প্রথম হেেছ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে আদমপুর গাউছিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা। এছাড়া কুই প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলার পথে উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে দক্ষিনা চরন পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ। বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com