মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ শেখ হাসিনার প্রতি দেশবাসীর বিশ^াস আছে বলেই আওয়ামী লীগ জনপ্রিয়

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দিন দিন গ্রামে-গঞ্জে আওয়ামী লীগের কর্মী সমর্থক বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশবাসীর আস্থা ও বিশ^াস রয়েছে বলেই আওয়ামী লীগ এত জনপ্রিয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে আমরা দলীয় প্রার্থী প্রতীকে প্রার্থী দেয়া হয়। নির্বাচনগুলোতে নৌকার প্রার্থীর পক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। নির্বাচন আসলে কোন নেতাকর্মী প্রকাশ্যে নৌকা আর আড়ালে গিয়ে দলের বিপক্ষে কাজ করলে তা মেনে নেয়া হবে না।
গতকাল রবিবার সন্ধ্যায় রেলওয়ে কলোনি স্কুল মাঠে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগের মূল স্রোতধারার বাইরে থাকা নেতাকর্মীদের দলের দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে অনেক মুনাফিক বিশ^াস ঘাতকতা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও অনেকে বিশ^াসঘাতকতা করেছে। এ রকম লোকদের ব্যাপারে নেতাকর্মীদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। শীঘ্রই শায়েস্তাগঞ্জে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সভা সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুর রহমান, সহ-সভাপতি জালাল উদ্দিন মোহন, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ব্রাহ্মনডুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান দিল, সাধারণ সম্পাদক বদরুল আলম দিপন, উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক টিএম আফজল, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কবির মিয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইয়াসিন আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিত দেব, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা মহিলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রবিয়া বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন এমপি আবু জাহির।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের পরিচালনায় সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বদরুল করিম দুলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম বাবুলসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com