শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বানিয়াচঙ্গে কৃষকদের আর্তনাদ ॥ মাত্র ১৫ মিনিটের শিলা বৃষ্টিতে ১০ হাজার একর জমির ফসল মিশে গেছে মাটিতে

  • আপডেট টাইম শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে শিলাবৃষ্টিতে উঠতি ইরি বোরো ফসল মাঠিতে মিশে গেছে। মাত্র ১৫মিনিটের এই শিলা বৃষ্টি কেড়ে নিয়েছে প্রায় ১০ হাজার একর জমির ফসল। যেটুকু অবশিষ্ট আছে তা-ও কাটার মত অবস্থা নেই। ফসল হারিয়ে কৃষকরা পাগল প্রায় হয়ে গেছে। তাদের বুক ভাঙ্গা আর্তনাদে হাওরের বাতাস ভারি হয়ে উঠেছে। গতকাল বিকাল তখন ৩ টা। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়। শুরুবৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরপরই শুরু হয় শিলাঝড়। চলে প্রায় ১৫মিনিট। শিলাঝড় শেষ হতে না হতেই কৃষকরা দল বেঁেধ ছুটে চলেন ফসল দেখতে। জমির কাছে গিয়ে যা দেখা যায় তা অনেকটা অবিশ্বাস্য। ছড়ায় ধান নেই, ঠায় দাড়িয়ে আছে ধান গাছ। মাত্র ১৫মিনিটে শিলাবৃষ্টি কৃষকের স্বপ্নসাধ তছনছ করে দিয়েছে। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে হার্নি পুরাতন বন্দ, হার্নি নতুন বন্দ, চিতা হলদী, বুড়ারবন, ভাড়েরা, পুরানবন, বড়গুলিয়া, হরমানিয়া হাওর , চানকোনা, সীমের আইল, বল্লী, নছিবপুর, ফিজরাবাদ, পুকুড়পাড়, কদমতলা, মক্রমপুরের হাওর, বিথঙ্গল, চাতলবন, নলাইরবন, বগীরবন, চমকপুর, বাতাকান্দি, আজমিরীগঞ্জ, কাহাইলছেওসহ অধিকাংশ হাওর। কৃষক তাহের মিয়া, সাহেদ আলী, তোফাজ্জ্বল মিয়া, ইলাছ মিয়া, সেবুল মিয়া, শামীম, খালেক মিয়াসহ অধিকাংশ কৃষক এ প্রতিবেদককে জানান, তাদের জমির ধান সম্পূর্ন পাঁকা থাকার পরও ধান কাটার শ্রমিকের অভাবে ধান কাটানো সম্ভব হয়নি। শিলা ঝড়ে ধানগুলো ঝরে যাওয়ার পর জমিতে বর্তমানে যে ধান আছে সেগুলো কাটানো হলে শ্রমিকের মজুরিই আসবে না। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন এ প্রতিনিধিকে জানান, মাঠ পর্যায়ে ক্ষতির পরিমাণ নিরূপন করার জন্য উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের ইতিমধ্যে নির্দেশ হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের যতটুকু সহযোগিতা করা প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com