বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পৌর কর্মকর্তাদের অবস্থানের কারণে নাগরিক সেবা বন্ধ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌর কর্মকর্তাদের অবস্থানের কারনে সারাদেশের মতো হবিগঞ্জেও পৌর নাগরিক সেবা বন্ধ রয়েছে। টানা তিনদিন ধরে পৌরসভার সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পৌর নাগরিকবৃন্দ।
সরেজমিন দেখা যায় পৌরসভা কার্যালয় ফাঁকা। জাতীয়তা সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, টিকাদান কর্মসূচীর মতো গুরুত্বপূর্ন সেবাগুলো পাওয়ার জন্য পৌরবাসী হবিগঞ্জ পৌরসভার কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে তাদেরকে ফিরে আসতে হচ্ছে। এমনকি পরিচ্ছন্নতা ও সড়কবাতি সেবা বন্ধ থাকায় জনগনের ভোগান্তি বাড়ছে। এ ব্যাপারে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতির সাথে আলাপকালে তিনি জানান, জনগণকে কষ্ট দেয়ার কোন ইচ্ছে আমাদের ছিলনা। কিন্তু পৌরসভার চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে পুরোপুরি সরকারীভাবে পরিচালিত হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়া হয়না। সারাজীবন চাকুরী করে পেনশন ছাড়াই অবসরে যেতে হয় কর্মচারীদের। আমরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় কোষাগার হতে বেতনভাতা ও পেনশনের দাবীতে আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছি। আমরা বারবারই বলছি পৌর কর্মকর্তা-কর্মচারী এই বৈষম্য হতে আমরা রেহাই চাই।
এও বলেছি দাবী না মানা হলে কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে। কিন্তু বারবার আমাদের দাবীর প্রতি অবহেলা দেখানো হয়েছে। এদিকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের পরিবারে জীবনে অনিশ্চিয়তা চরম পর্যায়ে পৌছেছে। অনন্যোপায় হয়ে আমাদেরকে কঠিন কর্মসূচীর দিকে যেতে হচ্ছে। বাংলাদেশের সকল নির্বাচিত জনপ্রতিনিধিসহ সচেতন সমাজের সমর্থন আমরা এ আন্দোলনে পেয়েছি। সবাই বলছেন আমাদের দাবী ন্যায্য। এ সকল পরিস্থিতি বিবেচনায় আমরা পৌরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের দাবী আদায়ে নৈতিকভাবে সমর্থন যোগানোর জন্য আমরা সকলের প্রতি আহবান জানাচ্ছি। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সরকারের পক্ষ হতে আমাদের দাবী মেনে নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com