মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার চতুর্দিকে ঐতিহাসিক গড়ের খাল অপরিকল্পিতভাবে খনন করায় ভেস্তে যাচ্ছে সরকারের কোটি টাকার প্রকল্প। গাইড ওয়াল ও সীমানা নির্ধারণ না করেই এই খালটি পুর্নখনন করায় পুনরায় আগের অবস্থায়-ই ফিরে যাবে বলে মনে করছেন বানিয়াচংবাসী। সূত্র জানায়, বানিয়াচংয়ের চতুর্পাশে ৭কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩১.৬ কিলোমিটার গড়ের খাল পুনর্খনন
বিস্তারিত