স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার দক্ষিণ করাব গ্রামে মা-মেয়ে গণধর্ষণ করেছে একদল লম্পট। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ লম্পটকে আটক করা হয়েছে। মামলার অভিযোগে জানা যায়, ওই গ্রামের হেলাল মিয়ার স্ত্রীকে উত্যক্ত করতো একই গ্রামের মুতি মিয়ার পুত্র শিবলু (২৪), হিরাজ মিয়ার পুত্র জলিল (২৫)। ঘটনাটি সে তার স্বামী হেলালকে জানালে বিষয়টি চাউর হয়।
বিস্তারিত