শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

জেলা সাংবাদিক ফোরামের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল ॥ ইউএনও ফেরদৌস ইসলামকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার স্থানীয় প্রেসক্লাবে ইফতার পূর্ব ফোরামের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হক রেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাফহিমুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ফেরদৌস ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি একাত্তর টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি যুমনা টিভি জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী, হপবিস পরিচালনা বোর্ডের এলাকা পরিচালক ও সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, বর্তমান সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সস্পাদক সৈয়দ মশিউর রহমান। বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ মাসুক রানা, হামিদুল হক বুলবুল, মোঃ জমির আলী, শাহ মোস্তফা কামাল, মোতাব্বির হোসেন কাজল, আব্দুস ছালাম মজনু, মীর জামাল প্রমুখ।
আলোচনা শেষে ফোরামের পক্ষ থেকে বিদায়ী নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ফেরদৌস ইসলামকে ক্রেস্ট উপহার প্রদান করে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। মোনাজাত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজুল ইসলাম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com