প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নারী ও শিশু, দারিদ্র নিরসন ও প্রাণী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির সভা। নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি পিয়ারা বেগম, দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভায় অর্পনা পাল এবং মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির সভায় মোঃ আবুল হাসিম। প্রতিটি সভায় পদাধিকার সদস্য হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। সভায় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর গৌতম কুমার রায়। বক্তারা স্থায়ী কমিটির সভায় গ্রহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আরো কার্যকরী উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। হবিগঞ্জ পৌর এলাকার বস্তিসমূহ স্বাস্থ্য সচেতনতা জোরদার করার জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচী গ্রহনের ব্যাপারে বক্তারা ঐক্যমত পোষন করেন।